কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের বড় মালিয়াট পূর্বপাড়া গ্রামের হতদরিদ্র রুবিনা খাতুনের একমাত্র বসত ঘর বৈদ্যুতিক মিটার থেকে অগ্নুৎপাতে পুড়ে ঘর ও ঘরের ভিতরের আসবাব সহ প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।
আজ (১৯ আগষ্ট) আনুমানিক বেলা ১১ টার সময় রুবিনা খাতুনের বাড়ির মিটার থেকে ধুঁয়া বেরুতে দেখে পাশের বসতি সতর্ক করার প্রাক্কালে বৈদ্যুতিক তারে আগুনের সুত্রপাত হয় এবং মুহুর্তে আগুনের লেলিহান শিখা ঘরের সর্বত্র ছড়িয়ে পড়ে।
এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণ করতে না পারলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। কিন্তু ততক্ষণে রুবিনা খাতুনের বসতঘর ও ঘরের সব কিছু পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
অসহায় স্বামী পরিত্যক্তা রুবিনা হোটেলে কাজ করে কোনমতো দিনানিপাত করে এমতাবস্থায় বসত ঘরটি হারিয়ে এখন খোলা আকাশের নীচে বসবাস করা ছাড়া তার আর কোন গত্যন্তর নাই।
হতদরিদ্র অসহায় রুবিনা খাতুনের পাশে দাঁড়াবার জন্য সমাজের বিত্তবান ব্যক্তিসহ থানা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।