কুষ্টিয়ার কুমারখালীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের খোজ খবর নিতে ইউ,এন,ও শাহীনুজ্জামান এখন ওই পরিবারের পাশে ছুটে যান । উল্লেখ গতকাল শুকবার কুমারখালী তেবাড়িয়া, সংলগ্ন ঝাউতলা নুরুল ইসলাম হিরোর বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে পুরে ছাই হয়ে যায় তার বসত বাড়ি।
শুক্রবার দুপুর অনুমানিক দেড় টার দিকে আগুনের শুত্রপাত হয়। মুহূর্তেরর মধ্য আগুনের লেলিহান শিখা গ্রাস করে ফেলে পুরো বাড়ি।
ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় সহযোগি তাই আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন পুরো নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এর আগেই পুরু বাড়ির সব কিছু পুরে ছায় হয়ে যায়।
পত্র পত্রিকায় এ সংবাদ প্রকাশ হলে আজ শনিবার সকাল ১১ টায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ স্থাল পরিদর্শন করেন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃশাহীনুজ্জামান। এসময় ক্ষতিগ্রস্থ পরিবাদের সমবেদনা জানিয়ে নগদ ৬ হাজার টাকা, শুকনা খাবার , শীত বস্ত্র কম্বল, দুই বান্ডিল(১৬ পিস)ঢেউটিন, ১০ কেজি চাউল ইত্যাদি সামগ্রী তাদের হাতে তুলে দেন।
এসময় কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীনুজ্জামান এর সাথে ঘটনাস্থল পরিদর্শন করেন কুমারখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহমুদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরের চিকিৎসক ডেন্টিস সাখাওয়াত হোসেন পলাশ উপস্থিত ছিলেন।