কুষ্টিয়ায় অবৈধ ভাবে বিদেশী চ্যানেল চালানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার দুপুরে কুমারখালি উপজেলার লাহিনীপাড়া এলাকার শেখ কেবল নেটওয়ার্কে অভিযান চালায় কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ উল্যাহ।
এসময় ফ্রি-সেট বক্স ১১টি, জিংক বক্স ২টি ও ১টি অনলাইন রাউটার জব্দ করা হয়।
কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ জানান, শেখ কেবল নেটওয়ার্ক বিরুদ্ধে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬ এর ৩(১) ধারা লক্সঘন করেছে। যার ফলে তাকে একই আইনের ২৮ (২) ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ফ্রি-সেট বক্স ১১টি, জিংক বক্স ২টি ও ১টি অনলাইন রাউটার জব্দ করা হয়েছে।