কুষ্টিয়ায় কবি গুরু রবিন্দ্রনাথ ঠাকুরের বাস ভবন কুঠি বাড়িতে আসেন বেদের মেয়ে জোসনার অঞ্জু ঘোষ। জানা গেছে ২০বছর পর ঢাকাই চলচ্চিত্রে ফিরছেন অঞ্জু। ২২জানুয়ারী ঢাকায় এসেছেন, ঢাকায় এসে পাবনার একটি আশ্রমে আসেন। মধুর ক্যান্টিন নামে একটি সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার আগে পাবনার হেমায়েতপুর গ্রামের একটি আশ্রমে যাওয়ার পরিকল্পনা ছিলো।
পাবনা থেকে কুষ্টিয়ায় পাড়ি জমান, কুষ্টিয়ায় রবিন্দ্রনাথ ঠাকুরের বাস ভবন দেখে মুগ্ধ হন। ঢাকায় ফিরে সিনেমার শুটিং শুরু করবেন। ১৯৮৭ সালে সর্বাধিক ১৪টি সিনেমায় কাজ করেন। এর মধ্যে বেদের মেয়ে জোসনা সিনেমায় অনেক সু নাম অর্জন করেন। পরে হঠাৎ করে চলচ্চিত্রে তার কোন দেখা মেলে নাই, তিনি চেয়েছিলেন ভালো কোন সিনেমায় কাজ করার সুযোগ পেলে কাজ করবেন, দর্শক প্রিয় এই অভিনেত্রী আবার চলচ্চিত্রে ফিরছেন শুনে চলচ্চিত্র অঙ্গনে সাড়া পরেছে।
Discussion about this post