কুষ্টিয়া কালেক্টরেট এ তৃতীয় মেয়াদে নেজারতে ডেপুটি কালেক্টরের (এনডিসি)’র আতিকুল মামুনকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কক্ষে তাকে বিদায়ী সংবর্ধনা আয়োজন করে। ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী তার হাতে তুলে দেন জেলা প্রশাসক মো. জহির রায়হান।
কুষ্টিয়া জেলা প্রশাসন ও বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, কুষ্টিয়ার নেতৃবৃন্দ বিদায়ী শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৩ তম ব্যাচের কর্মকর্তা আতিকুল মামুন নেজারতে ডেপুটি কালেক্টরের (এনডিসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি তিনি পদ্ন্নেতি পেয়ে সিলেটের শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদোন্নতি পেয়েছেন।