Sunday, March 26, 2023
প্রচ্ছদখুলনা বিভাগকুষ্টিয়াকুষ্টিয়ার উপজেলা চেয়ারম্যান-এসিল্যান্ডসহ সেই ৬৭ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ- ২

কুষ্টিয়ার উপজেলা চেয়ারম্যান-এসিল্যান্ডসহ সেই ৬৭ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ- ২

Published on

কুষ্টিয়া পিসিআর ল্যাবে তৃতীয় দিনের নমুনার অধিকতর পরীক্ষার ফল প্রকাশ, উঠছে আবাসস্থল হতে লকডাউন

কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুল আরেফিন, কুমারখালীর এসিল্যান্ড (ভুমি) মোহাইমিন আল জিহানসহ ৬৭ জনের কোভিড-১৯ সংক্রামন শনাক্তের অধিকতর পরীক্ষার ফল গতকাল বৃহস্পতিবার পাওয়া গেছে। এতে দুজনের নমুনা পজিটিভ বলে শনাক্ত করেছে। শনাক্ত হওয়া দুজনের বাড়ি  মেহেরপুর ও চুয়াডাঙ্গায়। ঢাকাতে ইনস্টিটিউট অব পাবলিক  হেলথে (আইপিএইচ) পাঠানো ৬৭টি নমুনা অধিকতর পরীক্ষা শেষে এ ফল জানানো হল।

২৬ এপ্রিল মিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুল আরেফিন এবং কুমারখালীর এসিল্যান্ড (ভুমি) অসুস্থ্য বোধ করলে তাদের প্রাথমিক টেস্ট গ্রহন করা হয় কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে। সেখানে ফলাফল আসে পজিটিভ এ প্রেক্ষিতে আরো অধিকতর টেস্টের প্রয়োজণীয়তার পারমার্শ দেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার জানান,‘রাত সাড়ে আটটায় ৬৭ জনের প্রতিবেদন পাওয়া গেছে। এরমধ্যে দুজনের নমুনায় পজিটিভ শনাক্ত হয়েছে। একজনের (৩৫) বাড়ি মেহেরপুর, আরেকজন (১৩) চুয়াডাঙ্গায়।

গত সোমবার কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তৃতীয় দিনের পরীক্ষায় বৃহত্তর কুষ্টিয়া (কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা) ১৭৩ জনের নমুনা পরীক্ষা করে ৬৭ জনের করোনা পজেটিভ আসে। পজেটিভের তালিকায় কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামারুল আরেফীন, কুমারখালী উপজেলার এসিল্যান্ডের নাম ছিল। বিষয়টি নিয়ে বিড়ম্বনায় পড়ে যান সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে ওই রাতেই প্রশাসনের কর্মকর্তারা প্রত্যেকে বাড়িতে গিয়ে লকডাইন করে দেন। এরমধ্যে কুষ্টিয়ার ১৮ জন, চুয়াডাঙ্গার ২৮ জন ও মেহেরপুরের ২১ জন। এনিয়ে বৃহত্তর কুষ্টিয়ার মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কুষ্টিয়া পিসিআর ল্যাবের ল্যাব প্রধান ও কুষ্টিয়া মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক নাজমীন রহমান বলেছিলেন,‘৬৭ যে পজিটিভ বলা হচ্ছে তার মধ্যে একটা ক্লিয়ারলি পজিটিভ ছিল, ৬৬টা ইনকনক্লুসিভ মানে ডিসিশন (সিদ্ধান্ত) নিতে পারিনি এমনই ছিল।’

সিদ্ধান্ত না নিতে পারার কারণ কি এমন প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেছিলেন, সেগুলো নেগেটিভ না পজিটিভ কি না সেটা একই স্যাম্পুল দ্বিতীয়বার টেস্ট করে নিশ্চিতভাবে বলা যাবে। এটা এখানেও (কুষ্টিয়া) করা যেতো। যেহেতু এটা নতুন ল্যাব তাই অধিকতর নিশ্চিত হতে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নমুনাগুলো পজিটিভের কাছাকাছি ছিল।

ল্যাব সূত্র জানায়, নমুনা সংগ্রহ বা ল্যাবে নমুনাগুলো প্রসেস করায় কোন সমস্যা ছিল না। নতুন ল্যাব হিসাবে বুঝে উঠতে একটু সময় লাগছে। তবে এখন ঠিক হয়ে যাবে। একেবারে নিশ্চিত না হওয়া পর্যন্ত আর কোন রিপোর্ট দেওয়া হবে না।

এদিকে চুড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত ৬৭ জনের আবাসস্থল তিন জেলার প্রশাসন থেকে লকডাউন করা হয়।

এব্যাপারে কুষ্টিয়া জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, চুড়ান্ত প্রতিবেদন পাওয়া গেছে। পরবর্তী পদক্ষেপ নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

কুষ্টিয়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে, কলেজছাত্রীর মৃত্যুর পর যুবক আটক

কুষ্টিয়ায় একটি আবাসিক হোটেলে শয্যা বিশ্বাস (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায়...