কু্ষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম জেলার প্রতিটি উপজেলা, অঞ্চলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গোরস্থান, ঈদগাহ, শ্মসান সহ নানা রকম সামাজিক প্রতিষ্ঠানে মোট ২৭১টি প্রতিষ্ঠানের বিপরীতে ৬ কোটি ২০ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করেছেন।
এক সাক্ষাতকারে হাজী রবিউল ইসলাম সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে উন্নয়নের জোয়ার বইছে। সেই সাথে কুষ্টিয়ার চির বঞ্চিত ও উপেক্ষিত জনপদে উন্নয়ন অব্যাহত রয়েছে। জেলা পরিষদের মাধ্যমে তিনি প্রতিটি উপজেলা পর্যায়ে তৃনমুল জনগোষ্ঠীর মাঝে উন্নয়নমুলক কাজ করছেন।
তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিক বিজয়ী হলে চলমান উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। সোনার বাংলা গড়ে উঠবে। সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহব্বান জানান।