কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের কাথুলিয়া ২ নং ওয়ার্ডের মৃত মজিবর খাঁর ছেলে নছিমন চালক কামাল খাঁ (৩৫) এর বাড়িতে সকালে আগুন লেগে পুড়ে গেছে সর্বস্ব। নেই শরীরে পরার মত কোন কাপর।
ক্ষতির পরিমান আনুমানিক ২ লক্ষাধিক টাকা। সর্বস্ব হারিয়ে কান্না বিজড়িত কণ্ঠে কামাল খাঁ জানান, আমি নছিমন চালাই। রান্না ঘরের চুলা থেকে আগুন লেগে আমার ঘর বাড়ি পুড়ে সব ছাই হয়ে গেছে। ঘরে থাকা নগদ টাকা, চাউল, ফ্রিজ, টিভি সব পুড়ে গেছে। আমার গায়ে দেবার মত অবশিষ্ট একটা কাপড় ও নেই। আমার স্ত্রী আগুন নেভাতে যেয়ে পুড়ে গেছে শরীর ও মুখমণ্ডল।