পণ্যের সঠিক দাম দিয়ে সঠিক পরিমান বুঝে নিবেন
কামারুল আরেফিন
সারাদেশের ন্যায় কুষ্টিয়ার মিরপুরের আমলা বাজারে সরকারী দামে টিসিবি এর পণ্য ন্যায্য মুল্যে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে এ পণ্য বিক্রির কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন।
উদ্বোধনকালে কামারুল আরেফিন বলেন, রমজান মাস উপলক্ষে এ কার্যক্রম শুরু করা হয়েছে। যে কেউ এখান থেকে ন্যায্যমূল্যে তার পণ্য কিনতে পারবেন। এখান থেকে ৫০ টাকা কেজি দরে চিনি ও ৮০ টাকা লিটারে সোয়াবিন তেল পাওয়া যাবে।
তিনি আরো বলেন, পণ্য বিক্রি নিয়ে কোন অনিয়ম ও জালিয়াতি সহ্য করা হবে না। আপনারা ক্রেতারা আপনাদের ক্রয়কৃত পণ্যের সঠিক দাম দিয়ে সঠিক পরিমান বুঝে নিয়ে যাবেন।
এসময় বিশেষ অতিথি ছিলেন মিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক রবি, সদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাজেদুর আলম বাচ্চু, সাবেক সভাপতি আবু বক্কর চৌধুরি, আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম আজম, মিরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি কাঞ্চন কুমার, আমলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান, আমলা ইউপি সদস্য সিদ্দিক আলী, সাইফুল ইসলাম প্রমুখ।
টিসিবি’র মিরপুর উপজেলার পরিবেশক আঁখি এন্টার প্রাইজের মালিক আব্দুল জব্বারের তত্বাবধায়নে এ ন্যায্য মুল্যে পণ্য বিক্রি করা হয়।
সপ্তাহে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে এ পণ্য বিক্রি করা হবে। আগ্রহীরা এখান থেকে ন্যায্য মুল্যে তেল, ডাল, চিনি, ছোলাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনতে পারবেন।