ড্রাইভিং লাইসেন্স না থাকা, রেজিষ্ট্রেশন না থাকাসহ অন্যান্য অভিযোগে প্রায় দুই শতাধিক মোটার সাইকেল চালককে জরিমানা ও মামলা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার দিনব্যাপী কুষ্টিয়া জেলা প্রশাসকের নির্দেশনায় কুষ্টিয়া স্টেডিয়াম মাঠের সংলগ্ন রাস্তা ও শহরের শেখ রাসেল সেতু সংলগ্ন ৬ রাস্তার মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
শহরের শেখ রাসেল সেতু সংলগ্ন ৬ রাস্তার মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. বি. এম. আরিফুল ইসলাম।
এসময় অভিযোগকারী কর্মকর্তা হিসেবে বিআরটিএ’র ইন্সপেক্টর, র্যাব ও পুলিশ বাহিনীর সদস্যবৃন্দসহ বেঞ্চ সহকারী ও অন্যান্য সহকারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে থেকে জানা যায় “মোটরযান অধ্যাদেশ-১৯৮৩” এর সংশ্লিষ্ট ধারায় হেলমেটবিহীন, রেজিস্ট্রেশনবিহীন, লাইসেন্সবিহীন ও ইন্স্যুরেন্সবিহীন প্রায় দুই শতাধিক মোটর সাইকেল চালককে জরিমানা আদায় করা হয়। একইসাথে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোর ভাবে নির্দেশনা প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.বি.এম. আরিফুল ইসলাম জানান, কুষ্টিয়া জেলা প্রশাসকের নির্দেশনায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। একই সাথে জনকল্যাণ ও জন সচেতনতায় এই অভিযান অব্যহত থাকবে বলেও জানান জেলা প্রশাসনের এই কর্মকর্তা।
অন্যদিকে, মাত্র ২৪ ঘন্টার মধ্যে দুই শতাধিক মোটর সাইকেল চালকদের জরিমানা ও জনকল্যাণমূলক অভিযানকে জন সাধারণ স্বাগত জানিয়েছেন এবং অব্যহত রাখতে সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট অনুরোধ জানিয়েছেন।