সামাজিক দুরত্ব নিশ্চিত করতে চেম্বারের মনিটরিং সেলের সদস্যরা অক্লান্ত পরিশ্রম
কুষ্টিয়ায় করোনা ভাইরাসের এই ক্রান্তিলগ্নে সুলভ মুল্যে টিসিবি‘র পণ্য জনগনের মাঝে দারুন সাড়া ফেলেছে। টিসিবি‘র পণ্য রমজান এবং করোনা ভাইরাসের কারনে জেলার বিভিন্ন পয়েন্টে প্রতি দিনই মানুষিক দুরত্ব বজায় রেখে বিক্রি করা হচ্ছে। বাজারের চেয়ে অনেক সাশ্রয় মুল্যে টিসিবির পণ্য কিনতে শত শত মানুষের ভিড় লেগেই আছে।
রমজানের শুরু থেকে শহরের ৫রাস্তা মোড়ে নির্দিষ্ট পরিমান দুরত্ব বজায় রেখে ক্রেতাদের হাতে নির্ধারিত মুল্যে ৬টি পন্য ৭৮০/ টাকায় তুলে দেয়া হচ্ছে। ক্রেতারা এই টাকায় ৫ লিটার সোয়াবিন তেল, ২ কেজি মশুরীর ডাল, ২কেজি সোলা, ২কেজি চিনি ও হাফ কেজি খেজুর পাচ্ছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারীর মাধ্যমে এই পণ্য বিক্রিতে সার্বিক সহযোগিতা করছেন কুষ্টিয়া চেম্বার কর্তৃপক্ষ।
চেম্বারের সভাপতি হাজী রবিউল ইসলামের নেতৃত্বে বাজার মনিটরিং সেলের সদস্যরা বিক্রয় স্পটে উপস্থিত থেকে সামাজিক ও মানুষিক দুরত্ব নিশ্চিত করে শৃংখলার সাথে এই পণ্য সাধারন মানুষের হাতে তুলে দিচ্ছেন। কুষ্টিয়া থানার পুলিশ সদস্যরা শৃংখলা রক্ষায় দায়িত্ব পালন করছেন।
গতকাল সোমবার শহরের ৫রাস্তা মোড়ে পুর্ব ঘোষিত সময় অনুযায়ী সকাল ৯টায় টিসিবি‘র পণ্য বিক্রি করার কথা। সেখানে ক্রেতাদের জন্য নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে মার্কার দেয়া হয়েছে। সোমবার ভোরে সরেজমিনে দেখা গেছে পণ্য কিনতে আগ্রহী নারী-পুরুষেরা পৃথক স্থানে সিরিয়াল অনুযায়ী দাঁড়িয়ে ছিল। মানুষের এই লাইন ৫রাস্তা মোড় থেকে ৬রাস্তা মোড় পর্যন্ত লম্বা লাইন দেখা গেছে। দুপুর পর্যন্ত সুশৃংখল পরিবেশে ক্রেতারা তাদের পন্য কিনে বাড়িতে ফিরেছেন।
চেম্বারের সহ-সভাপতি মোর্কারম হোসেন মোয়াজ্জেম, সহ-সভাপতি এস.এম কাদেরী শাকিল ও পরিচালক মুক্তারুজ্জামান মুরাদ সার্বক্ষনিক উপস্থিত থেকে টিসিবি‘র পন্য বিক্রিতে সহযোগিতা করছেন।