রোগীর ধর্ষণ মামলায় এক চিকিৎসককে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছে কুষ্টিয়ার একটি আদালত।
রোববার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক তৌহিদুল ইসলাম এ আদেশ দেন।
আসামি এএইচ খান বিজয় কুষ্টিয়া শহরের পিয়ারাতলা এলাকায় সিটি মেডিকেল সার্ভিসেস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক।
মামলায় অভিযোগ করা হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে বাদী ওই চিকিৎসকের কাছে গেলে চিকিৎসার নামে কৌশলে একটি কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করেন। পরে বাদীর চাপে বিবাহের নাটক করেন ওই চিকিৎসক।
এভাবে প্রায় এক বছর ধরে শহরের বিভিন্ন জায়গায় নিয়ে তাকে ধর্ষণ করেন এবং তার ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে প্রকাশ করার হুমকি দেন বলে অভিযোগ করা হয়।
বাদীর আইনজীবী আকরাম হোসেন দুলাল বলেন, দুপুরে আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে তা নাকচ করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।