কুষ্টিয়ার মিরপুরে বৃক্ষরোপনের নামে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে ভুক্তভোগী পরিবার অজ্ঞাতনামা দুজনের বিরুদ্ধে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানাযায়, চলতি মাসের ১৫ তারিখ সকালে রুপালী ব্যাংক কুষ্টিয়ার শাখার হেলথ্ কেয়ার ফাউন্ডেশনের পরিচয় দিয়ে মিরপুর পৌরসভার অধীনস্ত কুষ্টিয়া সেক্টর ২নং গেট সংলগ্ন মহল্লার বাসিন্দা জাহানারা বেগমের বাড়ীতে বৃক্ষ রোপন কর্মসূচির কথা বলে ১জন পুরুষ ও ১জন মহিলা প্রবেশ করে। বৃক্ষ রোপন জরিপের কথা বলে ভূক্তভোগীর নিজ নামে কত বিঘা জমি আছে, স্বামী ও ছেলে-মেয়েরা কি করে, কোথায় থাকে, বাড়ীর আঙ্গিনায় কয়টি গাছ আছে এবং জমি পরিবারের কার কার নামে কতটুকু ইত্যাদি তথ্য নিয়ে সাদা কাগজে স্বাক্ষর করে নেয়। এবং যাওয়ার সময় তারা বলে রুপালী ব্যাংক কুষ্টিয়া শাখার গাছ সদস্য ভর্তি তথ্য ফরমে অংশ গ্রহণের মাধ্যমে পরবর্তীতে আপনি বেনিফিট পাবেন।
অজ্ঞানামা ব্যক্তিদ্বয় চলে গেলে বিষয়টি সন্দেহজনক মনে হওয়াতে বাড়ীর মালিক জাহানারা বেগম প্রতিবেশীদের অবহিত করে। প্রতিবেশীরা আশপাশের বাড়ীতে খোঁজ খবর নেয় এধরনের তথ্য নেয়ার জন্য অজ্ঞতনামা ওই দুজন আর কোন বাড়ীতে গিয়েছিল কিনা। কিন্তু তারা আর কারও বাড়ীতে যায়নি।
বিষয়টি ধ্রুমজালের সৃষ্টি হওয়াতে কুষ্টিয়া রুপালী ব্যাংক কর্তৃপক্ষকে অবহিত করলে তারা বলে এধরনের কোন কর্মসূচি আমাদের ব্যাংকের পক্ষ থেকে করা হয়নি।
ব্যাংক কর্তৃপক্ষ আরো জানায়, রুপালী ব্যাংকের কথা বলে একটি চক্র যেহেতু মিথ্যাচার করেছে তাই এধরনের কাজের জন্য কোন ব্যাক্তি কারও বাসায় বা প্রতিষ্ঠানে গেলে স্থানীয় প্রশাসনকে সঙ্গে সঙ্গে অবহিত করার অনুরোধ করেন।