কুষ্টিয়া বটতৈল এলাকায় মহাসড়কে দীর্ঘদিন ধরে বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করে আসছিল একটি মহল। বর্তমান পুলিশ সুপার এস এম মেহেদী হাসান যোগদানের পরেই ওই এলাকা থেকে চাঁদাবাজদের বিতাড়িত করেন।
ওইসব চাঁদাবাজরা পৌর টোল আদায়ের নামে মহাসড়কে চাঁদাবাজি করে আসছিল বলে জানা যায়। কিন্তু পৌরসভার মহাসড়ক থেকে কোন পৌর টোল আদায় করতে পারে না। ওইসব চাঁদাবাজরা বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে মহাসড়ক থেকে অবৈধভাবে স্লিপ দিয়ে টাকা আদায় করে আসছিল।
গতকাল ভোর ৬ টা থেকে আবারো কয়েকজন চাঁদাবাজ রাস্তায় দাঁড়িয়ে পৌরসভার রোড ডেমারেজ এর স্লিপ দিয়ে চাঁদা আদায় করা শুরু করেছিল। এমন খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিনের নির্দেশে মডেল থানা পুলিশ বটতৈল এলাকার সামাজিক পুনর্বাসন কেন্দ্রের সামনে হাইওয়ে রাস্তার হানা দেয়। এসময় সব চাঁদাবাজরা পুলিশের উপস্থিতি টের পেয়ে রাস্তা থেকে পালিয়ে যায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কয়েকজন চাঁদাবাজ সিন্ডিকেট করে মহাসড়কে গাড়ি থামিয়ে চাঁদাবাজি করে আসছিল। আজ ভোর থেকে আবারও তারা এই এলাকার কিছু নামধারী নেতাদের সাথে নিয়ে চাঁদাবাজির চেষ্টা চালাচ্ছিল। কিন্তু মডেল থানা পুলিশ এসে তাদেরকে ধাওয়া দিলে চাঁদাবাজরা পালিয়ে যায়।
এদিকে কুষ্টিয়া মডেল থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, সুযোগ্য পুলিশ সুপার এস এ মেহেদী হাসান স্যারের নির্দেশ কোন প্রকার চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের এই এলাকায় ঠাঁই নাই। স্যারের নির্দেশ মোতাবেক এই অভিযান পরিচালনা করা হয়েছে।
এই চাঁদাবাজি বন্ধ হয় এলাকাবাসী ও গাড়ির ড্রাইভার সাধুবাদ জানিয়েছে মডেল থানা পুলিশকে।