গতকাল রাতের দিকে কুষ্টিয়া মডেল থানার মাদক বিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।এতে ২৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
কুষ্টিয়া মডেল থানা পুলিশের পৃথক অভিযানে কুষ্টিয়া কমলাপুর এলাকার মৃত আতিয়ার রহমানের ছেলে সাজাহান (৩৫) ও ঘোড়ারঘাট এলাকার সলেমান মন্ডলের ছেলে শাহীন (২৫)কে আটক করে।অভিযান পরিচালনা করেন কুষ্টিয়া মডেল থানার এসআই আতিক ও এসআই খালিদ।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী সাজাহানকে ১৫ পিচ ইয়াবাসহ আটক করা হয়। অপরদিকে ঘোড়ারঘাট এলাকায় পৃথক অভিযানে শাহিন নামের আর এক মাদক ব্যবসায়ীকে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। অভিযান পরিচালনা করেন কুষ্টিয়া মডেল থানার এসআই আতিক ও এসআই খালিদ।
ওসির নাসির উদ্দিন বাংলা অলটাইম নিউজকে বলেন, কুষ্টিয়ার মডেল থানা এলাকায় মাদক মুক্ত করার লক্ষ্যে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া হয়েছে। মডেল থানা এলাকার কোন মাদক ব্যবসায়ীকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবেনা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছিল।