সোমবার সন্ধ্যায় কুষ্টিয়া মডেল থানা পুলিশের অভিযানে মঙ্গলবাড়িয়া এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে ২০ পিচ ইয়াবাসহ আটক।
আটককৃতরা হলেন কুষ্টিয়ার মঙ্গলবাড়ীয়া এলাকার জামাল উদ্দিনের ছেলে শাহীন (২৬) ও একই এলাকার মনির হোসেনের ছেলে সোহাগ (৩০)।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে মঙ্গলবার এলাকায় মাদকের বেচাকেনা চলছে। এমন সংবাদের ভিত্তিতে মডেল থানার এসআই খালিদসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালালে সেখান থেকে ২০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাহীন ও সোহাগ আটক করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
ওসি নাসির উদ্দিন আরো জানান, কুষ্টিয়া মডেল থানা এলাকাটাকে মাদক জিরো টলারেন্স আনার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। এই এলাকায় কোন মাদক ব্যবসায়ী ঠাঁই নেই।