কুষ্টিয়ার ভেড়ামারায় সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণের দায়ে আসাদুল (৪৭) নামে একজনকে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে অবৈধ স্থাপনাটি ভেঙে দেয়া হয়েছে।
আজ সোমবার দুপুর ২টায় উপজেলার ঠাকুর দৌলতপুর গ্রামে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সোহেল মারুফ।
জানা গেছে, ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ঠাকুর দৌলতপুর গ্রামের মৃত বাদশা মন্ডলের ছেলে আসাদুল (৪৭) একটি কালভার্টের মুখ বন্ধ করে সরকারি জমিতে স্থাপনা নির্মাণ করছিলেন। এই অপরাধে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও তার স্থাপনাটি ভেঙে দেন আদালত।
নির্বাহী অফিসার মো. সোহেল মারুফ জানান, সরকারি জমি রক্ষায় অভিযান চলমান থাকবে।