বিদ্যুৎ বিল বকেয়া থাকার অভিযোগে ভেড়ামারা উপজেলার মির্জাপুর গ্রামের তরিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুধু মাত্র বিদ্যুত বিল বকেয়া পড়ায় পল্লী বিদ্যুৎ সমিতির এক গ্রাহককে গ্রেপ্তার করেছে কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশ। গতকাল বুধবার রাত ১০.০০ টার সময় তরিকুল ইসলাম (২৮) কে মির্জাপুর গ্রাম থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আটক তরিকুল ঐ গ্রামের মৃত শরিফুল ইসলামের পুত্র।
জানা যায়, উক্ত গ্রাহকের ২০১৫ সালের ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১০ মাসের মোট ১৮,২১০/=টাকা বকেয়া পড়ে বলে সমিতির পক্ষ থেকে দাবি করা হয়। এর প্রেক্ষিতে পল্লী বিদ্যুৎ আদালত-২, খিলক্ষেত ঢাকার স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহেদ এর আদালত থেকে উক্ত তরিকুল ইসলামের নামে বিদ্যুৎ আইনের ৪৭ ধারায় ওয়ারেন্ট বের হয়। পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক উত্থাপিত মামলার নম্বর সি/আর ১১২৫/১৮।
তরিকুল এর আটক এই জনপদে সাম্প্রতিক সময়ে একটি ব্যতিক্রমী সংবাদ বলে পল্লী বিদ্যুতের অফিস পাড়ায় আলোচিত হতে শোনা গেছে। উল্লেখ্য, মৃত শরিফুল ইসলাম ও তার ছেলে তরিকুল ইসলাম উভযই় কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির অনুমোদিত গ্রাম বিদ্যুৎবিদ (ইলেক্ট্রিশিয়ান)।