কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি করোনাকালীন কর্মহীন, অসহায়, দরিদ্র, অস্বচ্ছল ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।
গতকাল রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার সীমান্ত সংলগ্ন প্রাগপুর, বিলগাথুয়া, চাইডোবা, জয়পুর, মহিষকুন্ডি, জামালপুর, ধর্মদহ ও আশ্রয়ন বিওপি সংলগ্ন কপোতনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেল জিয়া সাদাত খান, ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধনায়ক লে. কর্ণেল রফিকুল আলম পিএসসি ও ৪৭ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু বিন ফয়সাল।
এসময় ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ বিভিন্ন কোম্পানী কমান্ডার ও বিওপি কমান্ডারগণ সাথে ছিলেন।