কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ১০৯ বোতল ফেনসিডিল ও ৭ কেজি গাঁজা উদ্ধার হয়েছে।
সোমবার রাত ৮টার দিকে রামকৃষ্ণপুর বিওপি’র টহল দল সরকারপাড়া মাঠে অভিযান চালিয়ে ৭৪বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে।
অপরদিকে প্রাগপুর বিওপি’র টহল দল একই রাত সোয়া ২টার দিকে ময়রামপুর মাঠে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজা উদ্ধার করেছে।
এছাড়াও সোমবার রাত পৌনে ১২টার দিকে ঠোটারপাড়া বিওপি’র টহল দল পাকুড়িয়া মাঠে অভিযান চালিয়ে ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
তবে বিজিবি’র এসব মাদক বিরোধী অভিযানে কোন মাদক ব্যবসায়ী বা পাচারকারী আটক হয়নি।