কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমান বিশ্বাস (৬৫) নামে সাবেক সেনা সদস্যের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) বেলা ১১টার দিকে উপজেলার গড়বাড়ি এলাকায় বৈদ্যুতিক মটর চালু করে পুকুরে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। নিহত সেনা সদস্য বোয়ালিয়া ইউনিয়নের কিরোশীরনগর গ্রামের দাউদ বিশ্বাসের ছেলে।
নিহতের পরিবার জানায়, দৌলতপুরের গড়বাড়ি এলাকায় পুকুরে মাছ চাষ করতেন আমান বিশ্বাস। প্রতিদিনের মতো বেলা ১১টার দিকে বৈদ্যুতিক মটর চালু করে পুকুরে পানি দিতে গিয়ে বিদ্যুতপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে এলাকাবাসী তার মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন নিহতের মরদহ বাড়িতে নিলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।