কুষ্টিয়ার দৌলতপুরে বাড়ির পাশের খাদের পানিতে ডুবে সামিউল ইসলাম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৮ জুন) সকালে জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী সদরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু পুত্র সামিউল ইসলাম এলাকার টুটুন সর্দারের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ৯টার দিকে শিশু সামিউল ইসলাম বাড়ির পাশের খাদে খেলতে যায়। সেখানে খেলার এক পর্যায়ে সে সবার অজান্তে খাদের পানিতে পড়ে ডুবে যায় এবং তার মৃত্যু হয়।
শিশু সামিউল ইসলামের করুণ মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এ নিয়ে গত ২৪ ঘন্টায় কুষ্টিয়ার দুটি উপজেলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হলো। এদের তিনজনেরই বয়স ৪-৭ বছরের মধ্যে।