কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মা নদীর ভাগজোত ঘাটে নৌকা ডুবিতে মৃত্য কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনা স্থল থেকে প্রায় দেড় কিঃমিঃ দুরে আলি নগর ঘাট এলাকায় লাশ ভেসে উঠলে জেলেরা দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় পরে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করে ।
শাকিল রামকৃষ্ণপুর ইউনিয়নের সৌদি ঠাকুরপাড়া গ্রামের ওয়াহেদ ফকিরের ছেলে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নিরাজ মন্ডল জানান, সোমবার সকালে রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত বাজারের কাছে নৌকাযোগে পদ্মা নদী পার হওয়ার সময় নৌকা ডুবে যায়। নৌকায় থাকা নির্মাণ শ্রমিক দুই সহোদর মফি (৩২) ও মহসিন (৩৫) ডুবে গেলে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে চিকিৎসা দেয়। কিন্তু নৌকায় থাকা শাকিল পানিতে ডুবে নিখোঁজ হয়।
দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে আলীনগর এলাকায় পদ্মা নদীতে মাছ ধরার সময় নিখোঁজ শাকিলের মরদেহ ভেসে উঠলে জেলেরা দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় পরে ডুবুরিরা তা উদ্ধার করেন।
স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও ডুবুরীরা সোমবার চেষ্টা করেও শাকিলের লাশ উদ্ধার করতে পারেনি, পরে আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনা স্থল থেকে প্রায় দেড় কিঃমিঃ দুরে আলি নগর ঘাট এলাকায় লাশটি ভেসে উঠলে জেলেরা দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় পরে ফায়ার সার্ভিস এর কর্মীরা লাশটি উদ্ধার করে।