কুষ্টিয়ার ভেড়ামারা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীতে অধ্যয়নরত আশরাফি আক্তার আখিঁ নামে এক কলেজ ছাত্রী এক মাস যাবৎ নিখোঁজ রয়েছেন।
সে দৌলতপুর উপজেলার তারাগুনিয়া থানার মোড় নিবাসী সিরাজুল ইসলামের এক মাত্র কন্যা।
গত ২৬ আগষ্ট সকাল আটটায় নিজ বাস ভবন থেকে কলেজের উদ্দেশ্যে বের হয়। পরবর্তী সময়ে সে আর বাড়ি ফিরে আসেনি। আখিঁর প্রতিক্ষায় রয়েছে তার স্বজনরা।
এব্যাপারে নিখোঁজের মা আফরোজা খাতুন দৌলতপুর থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করেন। যাহার নং ১২৯৮ তাং ২৮.৮.১৯ ইং।
নিখোঁজ কলেজ ছাত্রীর ব্যাপারে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আরিফুল ইসলাম।