কুষ্টিয়ায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে আরিফুল ইসলাম (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে ৩শ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কের বাক্সব্রীজের কাছে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় কৌশলে রাখা ৩শ পিস ইয়াবা জব্দ করা হয়।
কুষ্টিয়ায় গোয়েন্দা পুলিশের (ডিবি) এস আই হালিমের নেতৃত্বে এস আই সুলতান,এ এস আই সিরাজুল, এ এস আই শাকিল ও সঙ্গীয় ফোর্স নিয়ে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কের আইলচারা বল্লভপুর বাক্সব্রীজ সংলগ্ন রাস্তায় চুয়াডাঙ্গা হতে কুষ্টিয়ামুখী বাসে তল্লাশী করা হয়।
এসময় আরিফুল ইসলাম এর কাছ থেকে ৩শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে মাদক ব্যবসায়ী বলে জানান পুলিশ। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।