আজ বিকেলে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে বিদেশি পিস্তল, গুলি, ফেন্সিডিল, গাঁজা হ্যান্ডকাপসহ তিন জন আটক।
জানা যায়, আজ বিকেলে কুষ্টিয়া পূর্ব মিলপাড়া এলাকার সাবেক পুলিশ সদস্য শেখ আয়নাল আলী হেলাল এর বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, ৭৭ বোতল ফেন্সিডিল, ৫শ গ্রাম গাঁজাসহ ৩ জনকে আটক করে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশ।
আটককৃতরা হলেন, কুষ্টিয়া পূর্বপাড়া এলাকার মৃত শেখ ইয়াজ আলীর ছেলে শেখ আয়নাল আলী হেলাল(৫৬), কুমারখালী উপজেলার চড়াইকোল গ্রামের আব্দুল মোতালেবের ছেলে খাইরুল ইসলাম (৪৩) ও কুমারখালী উপজেলার জয়নাবাদ মন্ডলপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে দেলোয়ার হোসেন (৪৪)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আয়নাল আলী হেলাল তার নিজ বাড়িতে মাদকের আস্তানা বসে ব্যবসা করে আসছিল। সে সাবেক পুলিশ সদস্য হওয়ায় এলাকাবাসী তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পেত না।
কুষ্টিয়া জেলা গোয়েন্দা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম জানান, পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার) স্যারের দিক নির্দেশনা মোতাবেক আজ বিকেলে পূর্ব মিলপাড়া এলাকার শেখ আয়নাল আলী হেলালের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। সেখান থেকে তিনজনকে বিদেশি পিস্তল, গুলি, ফেন্সিডিল, গাঁজা ও হ্যান্ডকাপসহ আটক করা হয়। স্যারের নির্দেশনা মোতাবেক আমাদের মাদক ও অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছিল।