কুষ্টিয়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ মোঃ শাহিন (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেলায় ইবি থানাধীন পাটিকাবাড়ী এলাকায় কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কের উপর বাস কাউন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়।
ডিবি পুলিশের এসআই আব্দুল হালিম সংগীয় অফিসার ফোর্সসহ জেলার বিভিন্ন এলাকায় বিরতিহীন অভিযান পরিচালনা করেন।
আটককৃত মোঃ শাহিন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানা বারুইপাড়া জয়রামপুর এলাকার শাহাজামালের ছেলে।