কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক।
কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক শিরীন আক্তার জানান, আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক জাকির হোসেন এর নেতৃত্বে কুষ্টিয়া ভেড়ামারা থানা এলাকায় অভিযান পরিচালনা করে পশ্চিম বাহির চর বারমাইল এলাকার আমিন উদ্দীনের ছেলে আঃ রহিম (৩৫)কে গাঁজাসহ গ্রেফতার করা হয়।
পরে কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিদশক জাকির হোসেন বাদী হয়ে ভেড়ামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করেন । ভেড়ামারা থানা মামলা নং-১৩ তাং ১৫ /৪ /১৯ ইং।
তিনি আরো জানান, অবৈধ মাদক বন্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।