আজ সকালে কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে স্বাধীনতা দিবস কাবাডি টুর্ণামেন্ট-২০১৯ এর খেলা উদ্বোধন করেন পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত পিপিএম (বার)।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) এ. কে. এম জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নূরানী ফেরদৌস দিশা পিপিএম, কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন, ইবি থানার অফিসার ইনচার্জ রতন শেখ, মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম, কুমারখালী থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম সহ সকল থানার অফিসার ইনচার্জ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা বৃন্দ।
কুষ্টিয়া জেলার মোট ৬টি টিম অংশগ্রহণ করেন। এরা হলেন কুষ্টিয়া মডেল থানা, কুমারখালী থানা, মিরপুর থানা, দৌলতপুর থানা, ভেড়ামারা থানা ও খোকসা থানা। বিকেলে উক্ত খেলায় কুমারখালী থানা বনাম মিরপুর থানার মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
কুমারখালী থানা ৪৩ পয়েন্ট অর্জন করে এবং মিরপুর থানা ২৮ পয়েন্ট পায়। কুমারখালী থানা ১৫ পয়েন্টে মিরপুর থানাকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি বিতরণ করা হয়।
Discussion about this post