কুষ্টিয়া খোকসায় পাতেলডাঙ্গী গ্রামে এক গৃহবধূ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। শনিবার সন্ধ্যা ৭ টার সময় উপজেলা হাসপাতালে জরুরী বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক প্রত্যাশা সাহা মিলিকে মৃত ঘোষণা করে।
হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এক বছর আগে উপজেলার পাতেলডাঙ্গী গ্রামের আব্দুল খালেকের বিদেশ ফেরত ছেলে আব্দুল কাদের (২৫) এর সাথে একই গ্রামের মোঃ দুলাল বিশ্বাসের মেয়ে মিলির (২০) প্রেমের সম্পর্কে বিবাহবন্ধনে আবদ্ধ হয়।
প্রেম পরিণতি এই বিবাহবন্ধনে বেশ কিছুদিন দুই পরিবারের মধ্যে টানাপড়েন বিবাদ চলে আসছিল। গত ৭ মাস আগে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও নিজেদের আত্মীয়স্বজনের মধ্যে মীমাংসা হয়ে তাদের পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে।
গত শনিবার সন্ধ্যায় পারিবারিক কলহে মিলি (২০) নিজ ঘরের গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। নিহত মিলির চাচা আব্দুস সালাম জানান, মিলি শাশুড়ি ননদ ও স্বামী নির্যাতন করে তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে।
এ বিষয়ে খোকসা থানার এসআই সিরাজুল ইসলাম জানান, মিলি আত্মহত্যার খবর আমি শুনেছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি এরই মাঝে, আব্দুল কাদের বাড়ির সামনে গোলযোগের খবর পেয়ে আমি সেখানে রয়েছি। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পাতেলডাঙ্গী গ্রামে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মিলির লাশ খোকসা হাসপাতালে রয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে মিলির স্বজনেরা।