কুষ্টিয়ার খোকসা উপজেলার ফুল জয়ন্তীহাজরা ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারের সংলগ্ন ঈদগার পাশ থেকে রাত ১০ টার সময় মো: রেজাউল করিম (২৩) ও মো: নাসির (২৫) নামের দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার করেছে খোকসা থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে এদের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত মাদক ১৩৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন খোকসা উপজেলার মামুদানী পাড়া গ্রামের মধু শেখের ছেলে মো: রেজাউল করিম ও পার্শ্ববর্তী রাজবাড়ী জেলার পাংশা থানার হলুদবাড়ীয়া গ্রামের মোঃ ওবায়দুল হকের ছেলে মোঃ নাসির।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, পিএসআই রহমান ও এএসআই শাহীন আসামিদেরকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে কুষ্টিয়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।