কুষ্টিয়ার মঙ্গলবাড়ীয়া বাজারে সততা ফার্মেসী মালিক কে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সকালে নিয়মিত বাজার অভিযানের অংশ হিসেবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা মোতাবেক ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।
অভিযুক্ত ফার্মেসি মালিক দীর্ঘদিন ধরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষন ও বিক্রি করে আসছিল। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে বাজার অভিযানে জেলা প্রশাসেন কর্মকর্তা, মৎস্য কর্মকর্তার প্রতিনিধি ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারি পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রতিষ্ঠান কুষ্টিয়া শহরের কলেজ মোড়ে অবস্থিত শহীদ মেডিকেল স্টোরকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক আরোপকৃৃত ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ৷