একটা সময় ছিল যখন দাস প্রথা ছিল আমাদের সমাজে, প্রকাশ্য দিবালোকে মানুষ বেচা বিক্রি হতো। আইয়ামে জাহিলিয়াত যুগের দাসপ্রথার পর থেকে আর এভাবে মানুষ বেচা বিক্রি বন্ধ হয়ে যায়।
সমাজ পরিবর্তনের মানুষ অনেকটাই শিক্ষিত মানুষে পরিণত হয়। এ পথে দীর্ঘসময় পরিক্রমার পর আবার মানবের হাট বসেছে কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা বাকসুর চরে যেখানে ভোর থেকে বিক্রি হয় মানুষ বিকিকিনি।
কৃষি প্রধান এলাকা, কৃষি মানুষের জীবন-জীবিকার মূল চালিকা কাঠি। আর কৃষিকাজে ব্যবহৃত হয় এসকল বিকিকিনি মানুষগুলো।
ভাগ্যহত দিনমজুর এ সকল মানুষগুলো কাজের সন্ধানে জড়ো হয় কুষ্টিয়া বাকসুর ব্রিজ আইলচারা হাটে, যেখানে ভোরবেলা ফজর নামাজের পর তারা অপেক্ষায় থাকে কখন যেন বিক্রিয়কের পর গৃহস্থের বা কৃষকের বাড়িতে কজে যাবে।
কাজের চাহিদা ও দক্ষতার ওপর নির্ভর করে তাদের বিকিকিনি দরদাম। লোভে ২৫০ টাকা থেকে শুরু করে ৩০০ টাকা বা ৪০০ টাকা পর্যন্ত থাকা হয় এ বিকিকিনি মানব হাটে। কথা হচ্ছিল মাহতাবউদ্দিন যিনি আলচার্ গ্রামেরই একজন প্রসিদ্ধ গৃহস্থালি কৃষক তিনি এসেছেন তার কৃষিকাজের জন্য ক’জন কৃষাণ নিবে। মানব হাট থেকে বিকিকিনি করে নিতে লোকগুলো।
তিনি বললেন, এখন কৃষকের ভরা মৌসুম, পিয়াজ লাগানো ও ইরি-বোরো ধান লাগানোর জন্য এখন লোক পাওয়া খুব কঠিন। তাই বিকিকিনি মানব হাটে দাম একটু চড়া l তাই অনেক চড়া দামে এ মানব হাট থেকে মানব বা কৃষান ক্রয় করলাম। কৃষিকাজে মানুষ এখন আর আগের মতো পাওয়া যায়না। অভিজ্ঞ লোক পেতে হলে আমাদেরকে বেশি টাকা দিয়ে লোক নিতে হয়।