কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার মনোহরদিয়া পুলিশ ফাঁড়ি ও ঝাউদিয়া পুলিশ ফাঁড়ি যৌথ অভিযান চালিয়ে সাংবাদিক পরিচয়দানকারী দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করে।
জানা যায়, আটককৃত ইয়াবা ব্যবসায়ী আরিফুল ইসলাম ও বিপ্লব হসেন দীর্ঘদিন সাংবাদিক পরিচয় দিয়ে ইবি এলাকার ঝাউদিয়া, পাটিকাবাড়ি ও মনোহরদিয়াসহ বিভিন্ন জায়গায় পাইকারি ইয়াবা বিক্রয় করে আসছিল।
ঝাউদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুলতান আজম জানান, গত শুক্রবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইবি থানা অফিসার ইনচার্জ রতন শেখের নির্দেশে, ঝাউদিয়া ক্যাম্প ও মনোহরদিয়া ক্যাম্প যৌথ অভিযান চালায়ে আরিফুল ইসলাম ও বিপ্লবকে আটক করি। এ সময় এদের নিকট থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
ইবি থানার অফিসার ইনচার্জ রতন শেখ জানান, আটককৃতরা তাদেরকে সাংবাদিক বলে দাবি করে কিন্তু তাদের নিকট থেকে প্রিন্ট বা ইলেক্ট্রনিক মিডিয়ার কার্ড পাওয়া যায়নি। এরা দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয় দিয়ে ইয়াবার ব্যবসা চালিয়ে আসছিল।
এরা ভ্রাম্যমান মাদক ব্যবসায়ী। এদেরকে ধরতে পুলিশ তৎপর ছিল। আটককৃতরা হলো বিল্লাল হোসেন (২২) ও আরিফুল ইসলাম(২৩)। বিল্লাল হোসেন ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড থানাধীন চটকা বাড়িয়া গ্রামের ঝন্টু ইসলামের ছেলে ও আরিফুল ইসলাম একই এলাকার কিয়ামউদ্দিন মন্ডলের ছেলে। অফিসার ইনচার্জ আরো জানান, এরা ভ্রাম্যমান মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। যার মামলা নং-১৫ তারিখ ২৯/০৯/২০১৮ইং।
এদের মধ্যে বিল্লাল হোসেন নিজেকে রূপালী বাংলাদেশ পত্রিকার হরিণাকুণ্ড প্রতিনিধি হিসেবে দাবি করেন। কিন্তু তিনি তার পরিচয় পত্র দেখাতে ব্যর্থ হন।
এলাকাবাসী সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে কিছু লোক সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি ও মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এরা বিভিন্ন সময় বিভিন্ন চ্যানেল ও অনলাইন পত্রিকার পরিচয় দেয়।