কুষ্টিয়ার মিরপুরে কাতলামারী বাজার থেকে নাসিম (৭) জিসান (৮) রাব্বি ( ৭) নামে তিন শিশুকে চকলেটের লোভ দেখিয়ে চুরি করে নিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশে দেওয়া হয়। ২৪জুন সোমবার দুপুরে মিরপুর উপজেলার কাতলামারী বাজারের পাশে এ ঘটনা ঘটে। চুরির হাত থেকে রক্ষা পাওয়া নাসিম , জিসান, রাব্বি তিন শিশুর বাড়ি কাতলামারী গ্রামে।
আটক ওই ব্যক্তির নাম ফয়সাল (২৮)। সে মেহেরপুরের গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে।ঘটনা প্রসঙ্গে উপস্থিত জনগন বলেন,শিশু তিনটি কাতলামারী প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল এমন সময় অপরিচিত ওই ব্যক্তি চকলেটের লোভ দেখিয়ে একজন কে কাছে টেনে নেয়এবং বাকি দুই শিশুকে তার কাছে যাওয়ার জন্য ডাকে কিন্তু বাকি দুই শিশু তার কাছে না যেয়ে কান্নাকাটি শুরু করেএমত অবস্থায় স্থানীয় জনতা বিষয়টি বুঝতে পেরে শিশুগুলোকে উদ্ধার করে এবং ওই ব্যক্তিকে পাকড়াও করে গণধোলাই দেয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম এ প্রসঙ্গে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যেয়ে শিশুগুলো কে তার পরিবারের কাছে বুঝিয়ে দেয় এবং ফয়সালকে থানায় নিয়ে আসেন । শিশু চোর ফয়সালের নামে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।