কুষ্টিয়া ডিবি পুলিশের অভিযানে বিদেশী পিস্তল, ম্যাগাজিন, এক রাউন্ড গুলি ও ৫০পিচ ইয়াবাসহ মেহেদী হাসান সুজনকে আটক করা হয়েছে।
কুষ্টিয়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ বজলুর রহমান (পিপিএম) জানান, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই সাহেব আলীসহ সঙ্গীয় ফোর্স কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকার কামাল হোসেনের ছেলে মেহেদী হাসান সুজন (৩২) এর বাড়িতে অভিযান চালিয়ে বিদেশী তৈরি একটি পিস্তল, এক রাউন্ড পিস্থলের গুলি, একটি ম্যাগাজিন ও ৫০ পিচ ইয়াবাসহ আটক করেন।
এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানায় ডিবি পুলিশের এসআই সাহেব আলী বাদী হয়ে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করেন। অস্ত্র মামলা নং ১৪ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং ১৪, তারিখ ১১/০৫/২০১৯ইং।
তিনি আরো জানান, কুষ্টিয়া জেলা পুলিশের পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার) স্যারের নির্দেশ মোতাবেক কুষ্টিয়া জেলাকে মাদক ও সন্ত্রাস মুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এই জেলায় কোন অপরাধী অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই।