৮ হাজার টাকা বিকাশ করে ধরা খেলেন এক প্রধান শিক্ষক।
কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি মোবাইল ০১৭৩০-৪৭৩৬৩১ ক্লোন করে বিভিন্ন মহলে চাঁদাদাবী করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিষয়টি নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস সাংবাদিকদের নিশ্চিত করেছেন। এ ধরণের প্রতারক চক্র হতে সকলকে সর্তক থাকার জন্য তিনি বিশেষ অনুরোধ জানিয়েছেন।
কিছুক্ষণ আগে উল্লেখিত ইউএনওর ক্লোন নম্বর থেকে উপজেলার হালসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালামের কাছে ল্যাপটপ দেবার কথা বলে ৮ হাজার টাকা চাওয়া হয়। তিনি কোনরুপ যাচাই বাছাই না করে কিংবা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে আলাপ না করেই সরল মনে ০১৭২৯-৬২৩৮৪৪ নং ৮ হাজার টাকা বিকাশ করেছেন। তারপর থেকে নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য সদ্য সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এস জামাল আহমেদ’র সময়কালেও একই সরকারী নম্বরটি ক্লোন হবার ঘটনা ঘটেছিল।