কুষ্টিয়ার মিরপুর বাজারের জিয়া সড়কে অবস্থিত RFL এর Exclusive শোরুম উদ্বোধন করেন চিত্র নায়িকা সাদিকা পারভীন পপি।
আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে মিরপুর জিয়া সকড়ে অবস্থিত আর এফ এল শোরুম উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন, পৌর মেয়র এনামুল হক সহ আর এফ এল শোরুম এর সকল স্টাফ।
এরপর RFL এর আরেকটি শোরুম উদ্বোধন করতে ভেড়ামারা শহরে আসেন।
মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, ভেড়ামারা পৌরসভার মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা সহ অসংখ্য জনতার উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।