কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের মারফত পাড়ায় সাপের কামড়ে বিলকিছ খাতুন (৩৬) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
সে এই গ্রামের সাদিকুল ইসলামের স্ত্রী। বিলকিছ ১ মেয়ে ও দুই ছেলের জননী।
৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১২ টার সময় নিজ স্বয়ন কক্ষে ঘুমিয়ে থাকার সময় হাতে হঠাৎই দড়ির মতো একটি বস্তু জড়িয়ে ধরার স্পর্সে ঘুম ভাঙ্গে বিলকিছের। জেগেই দেখতে পায় সেটি সাপ।
ততক্ষনে সাপটি তার মাথার চুলের ভিতর জড়িয়ে যায়। পরিবারের লোকজন সাপটিকে বিলকিছের শরীর বিচ্ছিন্ন করে মেরে ফেলার আগেই দংশন করে।
স্থানীয়ভাবে রাতভর বৈদ্য/ওঝার শরনাপন্ন হয়েও শেষ রক্ষা হয়নি। আজ ভোরে বিলকিছ মারা যান।