কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অজ্ঞাত পরিচয়ে এক যুবকের (৩৮) লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার মরিচা ইউনিয়নের হাটখোলাপাড়া এলাকার পদ্মা নদী থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
এলাকাবাসী জানায়, শনিবার সন্ধ্যা ৭ টার দিকে পদ্মায় গায়ে গেঞ্জি ও পরনে হাফপ্যান্ট পরিহিত অবস্থায় অজ্ঞাত ব্যক্তির এক লাশ পানিতে ভাসতে দেখে দৌলতপুর থানা পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ আলমগীর লাশ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যার দিকে পদ্মায় গায়ে গেঞ্জি ও পরনে হাফপ্যান্ট পরিহিত অবস্থায় অজ্ঞাত ব্যক্তির এক লাশ ভাসতে দেখে দৌলতপুর থানাপুলিশকে খবর দেন স্থানীয়রা।
দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান এ পর্যন্ত লাশটির কোন পরিচয় জানা যায়নি। বন্যার পানিতে হয়ত দূরে কোথা থেকে লাশটি ভেসে আসতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।