কুষ্টিয়ার দৌলতপুরে ইজিবাইকের ধাক্কায় সাজিম (৫) নামে এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার দৌলতপুর-তারাগুনিয়া থানামোড় সড়কের মন্ডলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজিম উপজেলার শালিমপুর গ্রামের রানা বিশ্বাসের ছেলে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) নিশিকান্ত জানান, শিশু সাজিম রাস্তার পার হয়ে তার বাবার কাছে যাওয়ার সময় দ্রুতগামী একটি ব্যাটারি চালিত ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়।
Discussion about this post