কুষ্টিয়ার খোকসার রাজিনাথপুর গ্রামে অগ্নিকাণ্ডে দিনমজুর আল্লেক শাহ এর বসতবাড়ির দুটি ঘর পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। দিনমুজুর আল্লেক শাহ অটোরিকশা নিয়ে বাইরে থাকায় তার অটোরিক্সাটি রক্ষা পায় ।
খোকসা উপজেলা ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বসতবাড়ি দুটি ঘর সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
আকর্ষিক আগুনে পুড়ে যাওয়া বসতবাড়ির সামনে রেখে খোলা আকাশের নিচে দুই সন্তানকে নিয়ে অসহায় সাহায্যের অপেক্ষায় আছে আল্লেকের পরিবার।
খোকসা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কমিশনার আনোয়ার হোসেন বাবলু আগুনে পুড়ে যাওয়া বাস্তুভিটা পরিদর্শন করেছেন।
এদিকে খোকসা ফায়ার সার্ভিস সাব অফিসার মোঃ তাইজাল উদ্দিন মোল্লাহ জানান, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হলেও মূলত আল্লেকের থাকার ঘর পুড়ে যায়।