কুষ্টিয়ার কুমারখালীতে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির বাড়ি লকডাউন ঘোষনাসহ সংস্পর্শে থাকা আত্মীয় স্বজন এবং জানাযা ও দাফনে অংশ নেওয়াদের মধ্য থেকে ৫১ জনের নমূনা সংগ্রহ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা এ তথ্য নিশ্চিত করেছেন।
জানাগেছে, গত মঙ্গলবার ভোর রাতে করোনা উপসর্গ নিয়ে কুমারখালী পৌরসভা এলাকার সেরকান্দি গ্রামের শতবর্ষী এক ব্যক্তির মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা ওই মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠান।
গত বুধবার রাতে ওই ব্যক্তির রিপোর্ট আসে করোনা পজেটিভ। এই খবরে অনেকটা আতঙ্ক ছড়িয়ে পড়ে মৃত ব্যক্তির সংস্পর্শে থাকা স্বজনসহ জানাযা ও দাফনে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে।
বৃহস্পতিবার সকাল থেকে পৌরসভার মেয়র সহ সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের সহযোগীতায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ওই মৃত ব্যক্তির সংস্পর্শে থাকা স্বজনসহ জানাযা ও দাফনে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্য থেকে ৫১ জনের নমুনা সংগ্রহ করেছে।
সেই সাথে ওই এলাকার সাধারন মানুষকে সতর্কতার সাথে এবং সামাজিক দুরত্ব বজায় রেখে চলাফেরা করতে পরামর্শ দিয়েছেন।
Discussion about this post