সোমবার সকালে কুষ্টিয়া শহরের নারিকেলতলা এলাকার সূচনা হেয়ার এন্ড বিউটি পার্লারে অভিযান চালায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান
তিনি বলেন, অনুমোদনবিহীন নকল ও নিম্নমানের কসমেটিকস, আমদানি কারকের ট্যাগ বিহীন কসমেটিক্স দীর্ঘদিন ধরে ব্যবহার করায়
ভোক্তা সংরক্ষণ অধিকার আইন ২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক পার্লার মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাজার নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। এরই মধ্যে প্রতিষ্ঠানগুলো তাদের জরিমানার অর্থ পরিশোধ করেছেন। রাষ্ট্রীয় কোষাগারে তা জমা দেয়া হয়েছে।
এ সময় পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি জেলা বাজার কর্মকর্তা সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।