রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া সদর ফাঁড়ির ইনচার্জ সন্তু বিশ্বাসসহ সঙ্গীয় ফোর্স আমলাপাড়ায় অভিযান চালিয়ে বিদেশি মদসহ দুইজনকে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, কুষ্টিয়া আমলাপাড়া এলাকার উজ্জ্বল বিশ্বাসের ছেলে আকাশ ওরফে দীপ্ত বিশ্বাস (২০) ও স্বর্গীয় ষষ্ঠী চরন বিশ্বাসের ছেলে পলাশ কুমার বিশ্বাস (৩০)।
সদর ফাঁড়ির ইনচার্জ সন্তু বিশ্বাস জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে আকাশ ওরফে দীপ্ত বিশ্বাসের বাড়িতে অভিযান চালিয়ে বিদেশী মদসহ আকাশ ওরফে দীপ্ত বিশ্বাস ও পলাশ কুমার বিশ্বাসকে আটক করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আমলাপাড়া মন্দিরের সামনের মৃত দুলাল বিশ্বাসের ছেলে দিলীপ বিশ্বাসের বাড়িতে দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা ও মাদকসেবীরা আস্তানায় করে আসর বসিয়ে আসছে। আকাশ ওরফে দীপ্ত বিশ্বাস ও পলাশ কুমার বিশ্বাস আটক হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যায় মাদক ডিলার দিলীপ বিশ্বাস। দিলীপ বিশ্বাস দীর্ঘদিন ধরেই আমলাপাড়া এলাকার উঠতি বয়সী যুবকদের মধ্যে মাদক ছড়িয়ে দিয়ে এই এলাকার যুব সমাজ তাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। অতি দ্রুত দিলীপ বিশ্বাসকে আটক করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এলাকাবাসী।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সাথে কোন আপোষ নেই। ব্যবসায় যত বড় ক্ষমতাধরই হোকনা কেন তাকে ছাড় দেয়া হবে না।