কুষ্টিয়ার সামাজিক সেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় যুব সংঘের সভাপতি এস এম সুমন বলেছেন যে বাল্য বিবাহ একটা সামাজিক ব্যাধি, এই ব্যাধি কে প্রতিরোধ করতে হবে, তা না হলে প্রতি টি ঘরে ঘরে বাল্য বিবাহ ভাইরাস ছড়িয়ে পড়বে, আর এখান থেকেই সৃষ্টি হবে সামাজিক না না রকম অশান্তি, তাই আসুন বাল্য বিবাহ প্রতিরোধ করি।
আমরা বিশ্বাস করি যে আমরাই পারি আমরাই পারবো, বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়বো। গতকাল সোমবার সকাল ১২ টার সময় কুষ্টিয়ার আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে, প্রত্যয় যুব সংঘের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়, উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক এর বক্তব্যে এস.এম সুমন এসব কথা বলেন।
তিনি ছাত্রীদের উদ্দোশ্যে আরো বলেন, তোমরা যে নদীতে ঝাপ দিচ্ছো সাতার কাটার জন্য কিন্ত ঝাপ দিয়ে তুমি যদি সাতার না জানো তাহলে তো তোমরা ডুবে যাবে, তাই বাল্য বিবাহ রুখতে হলে আওয়াজ তোলো ঘরে ঘরে, তা না হলে বাল্য বিবাহ প্রতিরোধ করা সম্ভ্যব না, তাই নিজের ঘর থেকে নিজেকে আওয়াজ তুলতে হবে বাল্য বিবাহ প্রতিরোধে।
সামাজিক সেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় যুব সংঘের আয়োজনে উক্ত অনুষ্ঠানে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আদালত হোসেন এর সভাপতিত্বে, আরো বক্তব্য রাখেন সংগঠন এর সাধারণ সম্পাদক তামজিদ বিশ্বাস তনু, অর্থ সম্পাদক সজিবুল ইসলাম, শিশু শিল্পী মিশো ইসলাম, সহ অন্যান্য অতিথি ও শিক্ষক বৃন্দ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, দৈনিক প্রভাতী খবর কুষ্টিয়া জেলা প্রতিনিধি মোঃ চাঁদ আলী ফোট সাংবাদিক তানজিমুল হুদা শাওন, প্রত্যয় যুব সংঘের যুব সম্পাদক রাব্বি আহমেদ, সদস্য মাহাদী বিশ্বাস, মিলিনা খাতুন, সিনহা খাতুন, নাইম ইসলাম, কাউসার আলী রাফসান হোসেন অন্যান্য সকল সদস্য, শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র ছাত্রীদের একাংশ।