কুষ্টিয়া মডেল থানায় মাদক বিরোধী পৃথক অভিযানে মহিলাসহ ৪ জন মাদক ব্যবসায়ী আটক। ৫৩ পুরিয়া হেরোইন ও ১০ পিচ ইয়াবা এবং ২২ বোতল ফেনসিডিল উদ্ধার।
কুষ্টিয়া মডেল থানার ওসি (অপারেশন) শেখ ওবায়দুল্লাহ নেতৃত্বে এসআই রবিউল সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে কুষ্টিয়া হাউজিং এলাকা থেকে ঘ্যাত মামুন (৩৫) এর কাছ থেকে ১৫ পুরিয়া হেরোইন, সৈকত (২৮) এর কাছ থেকে ১০ পিচ ইয়াবা, রফিকু (৩৫) এর কাছ থেকে ৩৮ পুরিয়া হেরোইন ও মিলি (২৫) এর কাছ থেকে ২২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
ঘ্যাত মামুন কুষ্টিয়া শহরের আমলাপাড়া এলাকার মৃত নবীর উদ্দিনের ছেলে, সৈকত শহরের হাউজিং ডি ব্লকের হাসমত আলীর ছেলে, রফিকুল হাউজিং এ ব্লকেরের গিয়াস উদ্দিন মিন্টুর ছেলে ও মিলি শহরের কালিশংকরপুর এলাকার ফিরোজের স্ত্রী।
মিলি দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় ফেন্সিডিল পাইকারি সাপ্লাই দিয়ে আসছিল বলে একটি সূত্রে জানা যায়।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাদালিয়া ব্রিজের ওপরে ও হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে ৫৩ পুরিয়া হিরোইন ২৫ পিচ ইয়াবা ও ২২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। কুষ্টিয়া মডেল থানা এলাকায় কোন মাদক ব্যবসায়ীকে নিরাপদে ঘুরতে দেয়া হবে না। যতক্ষণ পর্যন্ত একজন মাদক ব্যবসায়ী এলাকায় অবশিষ্ট থাকবে ততক্ষণ পর্যন্ত এই অভিযান বন্ধ হবে না।