কুষ্টিয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে হাবিবুর রহমান হুব্বা (৫০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। শনিবার (২৬ জানুয়ারি) রাত আনুমানিক ১ টার দিকে কুষ্টিয়া শহরতলির মোল্লাতেঘরিয়া ক্যানাল পাড়া এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
এসময় ঘটনাস্থল থেকে ৮০০ পিস ইয়াবা একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড পিস্তলের গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। বন্ধুকযুদ্ধে পুলিশের ৫ সদস্য আহত হয়েছে বলে জানান পুলিস। নিহত মাদক ব্যবসায়ী কুষ্টিয়া শহরের মিল পাড়া এলাকার সিরাজ মালিথার ছেলে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের কাছে খবর আসে কুষ্টিয়া শহরতলির মোল্লাতেঘরিয়া ক্যানাল পাড়া এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছে। এ সময় পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়, এ সময় হাবিবুর রহমান হুব্বা নামে চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বন্দুকযুদ্ধের ঘটনায় পুলিশের ৫ সদস্য আহত হয়েছে বলেও জানান ওসি।