কুষ্টিয়া দৌলতপুর থানা পুলিশের অভিযানে রবিউল ইসলাম রবি (৪০) নামের এক অপহরণকারীকে গ্রেফতার পুলিশ। উদ্ধার হয়েছে অপহরণকৃত সাথী (১২) নামের এক ৫ম শ্রেণীর স্কুল ছাত্রী।
জানা যায়, গত রবিবার জেলার দৌলতপুর উপজেলার পুরাতন আমদাহ এলাকার শাহাবুল ইসলামের স্ত্রী শ্যামিলী খাতুন দৌলতপুর থানায় এসে অভিযোগ করেন তাহার ১২ বছর বয়সের ৫ম শ্রেণীর স্কুল ছাত্রী মোছাঃ সাথী অপহরণ হয়েছে।
কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, পিপিএম (বার) ঘটনাটি জানতে পেরে তাৎক্ষনিক ভিকটিম উদ্ধার ও আসামী গ্রেফতারের নির্দেশ দেন। পুলিশ সুপারের নির্দেশ মতে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আজম খান এর তত্বাবধানে দৌলতপুর থানা পুলিশ কালক্ষেপন না করে ঘটনা ঘটার ১ দিনের মধ্যেই নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানা এলাকা থেকে অপহরণকৃত মোছাঃ সাথী কে উদ্ধার করে এবং অপহরণকারী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পুরাতন আমদহ মাঠপাড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে রবিউল ইসলাম রবিকে গ্রেফতার করে।