কুষ্টিয়ায় মিলিয়ান নামের এক পানি উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানকে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে পানি বোতলজাতকরণ ও বিএসটিআইয়ের নির্দেশনা উপেক্ষা করে সঠিকভাবে রেজিস্টার্ড লিপিবদ্ধ না করার দায়ে জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ওই প্রতিষ্ঠান থেকে । এছাড়া অপরিষ্কার ফিল্টারে পানি রাখা কয়েকটি ফিল্টার পানিসহ ধ্বংস করা হয় । সেই সাথে অভিযুক্ত প্রতিষ্ঠানকে সতর্ক করা হয় ভবিষ্যতের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে প্রয়োজনীয় আইনানুগ সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে ।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়ার সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান জানান, অভিযুক্ত প্রতিষ্ঠানটির বিএসটিআই কর্তৃক ছাড়পত্র রয়েছে । কিন্তু তারা বিএসটিআই এর সবগুলো শর্ত মেনে চলছেন না । এজন্য প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার আইন অনুসারে সতর্ক করা হয়েছে ও সেই সাথে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।